T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় ভজন দত্ত

পুতুল খেলা
হাতের সুতো আলগা হয়ে গেছে! ধরুন, শক্ত করে ধরুন। আপনার পুতুলগুলি আর তেমন করে মাথা দোলায় না কেন, কেন আঙুলের টানে আগের মতোই তারা হ্যাঁ-এ হ্যাঁ, না-এ না-র ঠোঁট নড়ায় না।
টান আলগা হয়ে গেছে বলুন! সুতোয় আর সেই টান নেই। একটা বাচ্চাও বুঝতে পারছে, পারছে বলেই আগের মতো আর হাততালি দিতে পারছে না, সেও উদ্ধত হাতে চাইছে বদল , চাইছে ঠকবাজির বিচার, তালকাটার ক্ষত, স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে ওর পিছন পিছন রণভূমিতে শুধু মানুষ আর মানুষ।
অমানুষ যারা তারা এখনো পুতুলখেলা দেখে তালি বাজায়…