T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় ভার্গবী

বড়ো হওয়ার সাজ
মেয়েটা তখন বড্ডো ছোট।
আবৃত্তিতে খাসা;
শ্রোতারা সব মুগ্ধ– বলেছিল,
“মিষ্টি একটা মেয়ে, ওকে অনেক ভালবাসা।”
সেই মেয়েটা, স্কুলের মাঠে,
লাগাম ছাড়া ছুট।
এখন জীবন টানছে লাগাম
আর লুডোর চালে পুট।
মায়ের শাড়ী জড়িয়ে নিয়ে,
সেকি সাধ বড়ো সাজবার
ছোটবেলায় সময় ছিল
সাজতে এখন ভাললাগে না আর
মেয়ের কোলে ছোট্ট মেয়ে
ছুটছে সময় বটে।
কবে হল বড়ো এমন
পায়নি তো টের মোটে।
এখন সে মেয়ে
ঠিক ততটা ছোট নেই তো আর।
এখন সে তো সত্যি বড়ো
তাই বড়ো সাজে না আর।