কবিতায় বলরুমে উদিত শর্মা

জল পড়ে ২
ধানের গোলা থেকে উড়তে উড়তে পাখিটা
একসময় আকাশ হয়ে গেল
আর তার সুন্দর ডানা দুটি মৌসুমি বায়ু
বয়ে নিয়ে যায় দূরদূরান্তের নীল রং
জমতে থাকা ফোঁটা ফোঁটা বেদনা একসময়
ঝরে পড়ে আকাশের পালক থেকে
রুখাশুখা জমির ওপর
যেখানে প্রতিনিয়ত বীজধান লিখে রাখে
তার সংগ্রামের ইতিহাস ।