স্মরণে লতাজী তে শঙ্কর সাহা

কোথায় পতন?

সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর-এর উদ্দেশ্যে।
নতুন করে উত্থান হলো,
পতনের চিহ্নমাত্র নেই।
আছে “ভারতরত্ন”, “পদ্মবিভূষণ”, “পদ্মভূষণ”,
আর আছে “দাদাসাহেব ফালকে”।
চলচ্চিত্রের গান বাজছে-
হৃদয় উদ্বেলিত;
মানুষের জীবনমুক্তির গান
নতুন করে ভাবতে শেখাচ্ছে।
আশায় বুক বাঁধছে-
নতুন সঙ্গীত প্রেমিক।
কোথাও তো ঘাটতি নেই মর্মবেদনার!
বিশাল উত্থান ও উদ্দীপনায় ভোরে গিয়েছিল
আজকের ভোর।
সন্ধ্যায় হবে তার ই স্তুতি গান।
আলাপ-আলাপন, সঞ্চারি-অন্তরা,
আরো যেন কত সব
আকুল-ব্যাকুল করা প্রেরণা।
বয়স বুঝতে দিচ্ছে না বার্ধক্য,
সময় বুঝিয়ে দিচ্ছে তারুণ্য,
বোধ ভাবিয়ে দিচ্ছে প্রেমের পলাশ,
আরো কত শতকোটি রঙিন ছবি,
এর ই নাম তো উত্থান।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।