কলম সন্ন্যাসী বড় অভিমানী অক্ষর শিল্পী
নতুন কিছুর জন্য সৃষ্টি রচনায় মনোযোগী
ক্ষুধা তৃষ্ণা যার কাছে তুচ্ছ তাচ্ছিল্যও রজনী
পেনের ডগায় ছোট্ট বিন্দুতেও দেখেন পৃথিবী
লেখনীর সৃজনীশক্তির সাধনায় মগ্ন সন্ন্যাসী
চাওয়া পাওয়া শ্রেষ্ঠত্বের প্রমাণে নির্লোভী
ভাষা অক্ষর ধ্যান জ্ঞান হয়ে নিরহংকারী
বিন্দুতে সিন্ধু দর্শনে বাস্তবায়ন রূপকারে যোগী
কল্পনা বাস্তবের রূপ সংমিশ্রণে যজ্ঞকুণ্ড তৈরি
বর্ণরা যেখানে মন্ত্র উচ্চারণে ভাষা যেখানে আহুতি
কবিতা গল্প গান উপন্যাস লেখনীতে মগ্ন শিল্পী
জীবন চরিত্রের ভিন্ন অধ্যায়ে সত্যের মর্মার্থ সাধনায় ব্রতী…
২। মেঘবালিকা
ঠিকানাটা দে না আমায় পিন নাম্বার সাথে
শুধু একখানি পত্র পাঠাবো মেঘ বালিকা তোর হাতে!
সেই কবে হয়েছিল দেখা দুপুরবেলায় একা একা
দুদিন আগে ক্ষেপে গিয়ে আকাশটা কালো অন্ধকারে ঢাকা
তারপর থেকে আসিস নি আমার শুকনো বাড়ি ফাঁকা !
চিঠি পাঠাবো, না আসিস তো তোর সাথে আজ আড়ি !
ভেসে গেছে সব মাঠ,ঘাট, ঘর ,ভাসছে আমার সোনার শহর
ঝড়ে নীড় হারিয়েছে আমার সাধের চাতক পাখি
তবুও যেন সকাল থেকে অ্যানিমোমিটার বুকে রেখে
ভয়ে আশঙ্কায় তোর রুদ্র রূপে থাকি
পলল আস্তরণে মাটির বুকে সোঁদা গন্ধ শুঁকে শুঁকে
তোর ঠাণ্ডা ধারা উপুড় করে রাখিস!
ও মেঘবালিকা আজকাল তুই কোন জেলাতে থাকিস ?
৩। পরীক্ষা
পরীক্ষার্থী জীবনের জন্মলগ্ন থেকে মৃত্যু লগ্নে
মাতৃগর্ভ থেকে শুরু আলট্রাসনোগ্রাফিতে পোস্টমর্টেমে অন্তীম লগ্নে তারপরে শ্মশানে
পরীক্ষা প্রতি পদে পদে জীবন সংগ্রামে
পরীক্ষা কখনো শুরু মন্টেসরি থেকে ইউনিভার্সিটিতে
কৃতকার্য হলে সাবাস অকৃতকার্যের লাঞ্ছনা-গঞ্জনা ভাগ্যে জোটে
এরপর আসে আসল পরীক্ষা জীবনে
চাকরি ,ইন্টারভিউ পেশাদারী কর্ম ক্ষেত্রে
মেয়ে হলে তো কথাই নেই
কনে দেখা থেকে শুরু
ভার্জিন পরীক্ষা স্বামীর কাছে
তারপর সংসারের কাজে ,দায়িত্ব পালনে
পরবর্তীতে সন্তানের কাছে বৃদ্ধ বয়সে
পরীক্ষার যেন শেষ নেই জীবনে
বিজ্ঞান থেকে মহাকাশ গবেষণাতে
ডাক্তারি থেকে ভাগ্য পরীক্ষাতে
পরীক্ষার্থী আমরা সবাই সময়ের আঙ্গিকে
শিক্ষক শিক্ষা দিয়ে/শিখিয়ে পরীক্ষা নেয়
সময় পরীক্ষা নিয়ে তারপরে শিক্ষা দেয় ….
৪। স্বপ্ন
নিদ্রিত চোখে স্বপ্ন ভাসে অবচেতন মননে
অমাবস্যার গভীর কালো আঁধারে
এক চিলতে আলো অন্ধকারের বুক চিরে
জানান দেয় আলোর অস্তিত্বের
অবচেতন মনে ভিড় করে আসে
কিছু স্মরণীয় মুহূর্ত বা পলকে
কিছু ভালো কিছু খারাপ কিছু আতঙ্কে
দিবাস্বপ্ন আছে হাস্যময় কৌতুকে
স্বপ্ন দেখে যে যার মত করে
কেউ অর্থের কেউ প্রতিষ্ঠার লক্ষ্যে
স্বপ্ন নির্ভর করে সময়ের তারতম্যে
হয়রানি সাদৃশ্য খোঁজার নিরিখে
স্বপ্ন কি আমরা যেটা ঘুমিয়ে দেখি
স্বপ্ন কোনটা যে স্বপ্ন ঘুমাতে দেয় না
স্বপ্নে আশার আলোয় বুক বাঁধা
বেঁচে থাক স্বপ্ন বেঁচে থাক আশা …
৫। ৯ মিনিট
অন্ধকারের বুক চিরে আলোর বিন্দুতে মিলনমেলা
মাত্র ৯ মিনিটের জন্য অকাল দীপাবলির আলোর খেলা
ছোট্ট আলোয় আলোকিত প্রদীপ/মোমবাতি
ঐক্যতানের বন্ধনের শৃংখলে ভারতবাসী
প্রশ্ন জাগে মনে মাত্র ৯ মিনিটের ঐক্যতানে
৯ মিনিটের গণ্ডি পেরিয়ে সমাজের কল্যাণে
আলোর অকাল বোধনে সৃষ্টির অভিনবত্বে
মানবিক মানসিকতায় সমাজ পরিবর্তনে
জ্বলুক আলো মানবিকতায় মনুষ্যত্ব বিবেকের ভান্ডারে
দুর্নীতিমুক্ত দেশ শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞানের প্রভূত উন্নয়নে
বিশ্বাসে জয়ী হোক মৌলিক দৃষ্টিভঙ্গির আঙ্গিকে
পরিবর্তিত পরিবর্তন সমাজের আগন্তুক মিলনের বন্ধনে…
৬। বিজ্ঞাপন
কথায় আছে গল্পের গরু চরে গাছে
বিজ্ঞাপনের আইওয়াশ ও ব্রেনওয়াশে
বিজ্ঞাপনের সহায়ক ভূমিকায় দ্রব্যমূল্য বৃদ্ধিতে
পণ্য বিক্রির মাধ্যমে হাজার হাজার মানুষ বেকুব বনে
বিজ্ঞাপন ছড়িয়ে দৈনন্দিন জীবনে
সংবাদ-পেপার টিভি চ্যানেলে অনলাইনে
হাজারো কোম্পানির হাজারো বিজ্ঞাপনে
তেল শ্যাম্পু টুথপেস্ট সাবান বিউটি ক্রিম থেকে শুরু …. যার নাই কোন শেষে
বিজ্ঞাপনের কারসাজিতে অনামী ব্র্যান্ড নামী
যেখানে গুণগত মানের সঙ্গে আপসে
পণ্য বিক্রি হওয়া চাই যে কোনো মূল্যে
যেখানে নারীদেহকেও পণ্য হিসাবে গণ্য করে
বিজ্ঞাপনের মোহে মোহভঙ্গ হয়েছে কি ?
কাল গাত্রবর্ণ মেয়েটি যে কোনদিনই ফর্সা হয়নি
প্রতারণামূলক বিজ্ঞাপনে কেউ সর্বস্বান্ত সর্বস্ব খুইয়ে লোভে পড়ে
ক্রেতা সুরক্ষার রক্ষাকবচ পারবে বাঁচাতে ক্রেতাকে
বিজ্ঞাপন:
জড়িয়ে থাকবে আষ্টেপৃষ্ঠে দৈনন্দিন জীবনে আগামী দিনেও