হ্যাঁ, ওরা গতর খাটিয়ে খায়, হাত পাতে না ভিক্ষের
লকডাউনে সেজে গুজে বারান্দায়, যদি আসে খদ্দের ,
ভুখা পেটে কাম জাগে না ,তবুও আছে কোনমতে বেঁচে
লকডাউন শেষে, যদি খিদে হার মেনে জীর্ণ দেহটা জেতে।
হকারদের কপালে চিন্তার ভাঁজ কি করে চালাবে সংসার,
শিক্ষিত ছেলেটা মুখ লুকিয়ে, লকডাউনে কাজ হারায়।
চড়া মেকাপে সেলফি পোষ্ট করে কেউ কেউ রোজ সোশ্যাল মিডিয়ায়
কেউ বা বিড়িয়ানি, চিকেন, মটনের ফটো তুলে জানায় আহারের বাহার।
কেউ মাস মাহিনা গোনে ঘরে বসে মাস পেরিয়ে বছরভর,
কেউ পিপিই কিট পড়ে, দিন রাত এক করে অসুস্থ বা নিথর,
কেউ খোঁজে কাজ বা যে কোন চাকরি, বাঁচার জন্য এই দুনিয়ায়,
ভ্যাকসিন নিয়েও অনিশ্চিত জীবন, কখনো যদি আসে ডাক?