ক্যাফে কাব্য -তে উজ্জ্বল সামন্ত
ভালোবাসা প্রশ্নচিহ্নে
তোমার আলিঙ্গনের উষ্ণতায় জ্বলে পুড়ে ছারখার হয়ে
বুকের উতালপাতাল ঢেউ সমুদ্র মন্থন করে অনুভবে
তোমার চুলের ঘনঘটায় যেন ভালোবাসা আকাশ ঢাকে
বিদ্যুতের ঝিলিকের উপস্থিতি উঁকিঝুঁকি বাহুডোরে
নিঃশ্বাস-প্রশ্বাসে কথা বলে চুপিসারেই কানে কানে
নিঃশ্বাস বায়ুর উষ্ণতা পড়ে অহরহ প্রেমিকের বুকে
নিরাপত্তা বিশ্বাস যেন পথ খুঁজতে খুঁজতে কাঁধে
রঙিন স্বপ্নে বিভোর চারটি চোখ স্বপ্নের আকাশে
ভাসে