T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় উজ্জ্বল সামন্ত

সম্পর্ক

ভালোবাসা নামে, কামে, মোহে না চোখের অশ্রুতে!
ভালোবাসার অনুভূতি, ছোঁয় কি মনের গভীরে ?
জানিস তো ভালোবাসি, তবে কেন আড়াল করিস,
অনুভবে অনুভূতি ভালোবাসা সম্পর্কের গভীরতায় গড়ি।

ভালো তো সবাই বাসে কজন আর আগলে রাখে,
একদিন ঠিক পাবো অপেক্ষার আশায় ইচ্ছেরা বাঁচে।
সময় আর কত রইলো বাকি , কে জানে?
ইচ্ছে অনিচ্ছের দোলাচলে জলছবি আঁকা মনের কোণে!

বাইরের চেহারা টা দেখানো, ভেতর টা কি দেখাই?
আমার আমি তোমার তুমি অবয়ব, সাদৃশ্য হারায় !
মুখ ও মুখোশের আড়াল প্রতিচ্ছবি ধরা আয়নায়,
সম্পর্কে টেকসেবির ছোঁয়া, সম্পর্কিত মেকি দুনিয়ায়।

কখনো যদি অন্ধকারের ভ্রুকুটি সম্পর্কে আছড়ে পড়ে ,
মনের অচীন খাঁচায় বন্দী সম্পর্ক, মনপাখি ছট্ফট্ করে,
জীবন থেকে শিক্ষা নিয়ে চলা,পথ কঠিন তবুও সাহসী পা ফেলা!
আবারো প্রাণ খুলে হাসি, মৃত্যুই চরম সত্যি, বর্তমানেই তো আমরা বাঁচি!

Spread the love

You may also like...

error: Content is protected !!