T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় উজ্জ্বল সামন্ত

বাংলা ভাষা
বাঙলা ভাষা বাঙালির গর্বে,
ভাষা আদান-প্রদানের ভাব বিনিময়ে।
বাংলার ভাষা সংস্কৃতি আঁকড়ে,
মৈথিলী থেকে শুরু সংস্কৃতির মেলবন্ধনে।।
বাংলা ভাষা আমার অহংকারে,
ভাষা শহীদের আন্দোলনে অমর একুশে। কত মানুষের আত্ম বলিদান ভাষা আন্দোলনে, অবশেষে স্বীকৃতি মাতৃভাষা,২১ শে ফেব্রুয়ারি দিবসে।।
মাতৃভাষা, মাতৃভূমি জন্মভূমি কর্মভূমি,
সন্তানের গৌরবে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষার অধিকারী। বাংলা শুধুই ভাষা নয় ,আবেগে অমৃত সুধা পানে, সুপ্রভাত হয় আজও বাঙালির রবীন্দ্র বা শ্যামা সংগীতের গানে।।