ভ্যালেন্টাইনস স্পেশাল এ উজ্জ্বল সামন্ত

তিথি
তুমি ভালোবাসো তাই বেঁচে আছি আজ,
দূরে থেকেও কাছে থাকা স্মৃতির কোলাজ।
ভালোবাসা দিবসে শুধুই ভালোবাসা বাসি,
নেই কোন অভিমান দুঃখ বা মন কষাকষি।।
মানসীর অন্তর্জালে জুড়ে আছে মন প্রাণ,
ভালোবাসার আগুনে দগ্ধ তৃপ্তির আখ্যান।
দুটি দেহ একটি মন মিলে মিশে একাত্ম,
পবিত্র ভালোবাসা দিবস সর্বত্র স্বতন্ত্র।।
ভালোবেসে পেতেই হবে, এমন তো কথা নেই,
সব ভালোবাসার পরিণতি কি হয় মিলনেই?
ভালোবাসায় শুধু সুখ নেই দুঃখ বিরহও সঙ্গী।
তিথি দেখে ভালোবাসা সেও কভু হয় কি???