সম্পাদকীয়

 

বেশ কয়েকদিন ধরে চলল ফুটবলের মহারণ । ফিফা বিশ্বকাপ । একদম ফুটন্ত আবেগ নিয়ে বিভক্ত গোটা বিশ্ব দুই শিবিরে । লাটিন আমেরিকায় কাপ যাবে নাকি ইওরোপে । আর কলকাতা বিভক্ত নীল সাদা আর সোনালি সবুজ শিবিরে । এখানে দেখি পাড়ার মোড়ে হয় নীল সাদা, নয় হলুদ সবুজ পতাকা শোভা পাচ্ছে । আর ইউরোপে থাকতে দেখেছিলাম হুড খোলা গাড়ী হু, হু গতিতে হাঁকিয়ে উদ্দাম জয়োল্লাসে মত্ত ফুটবলপ্রেমীরা, সঙ্গে আকাশে বাজির রঙীন আলপনা । সে বছর ইটালি
জিতেছিল । আর এখন কলকাতায় গভীর রাতে ঘুম ভেঙে যায় চকোলেট বোমের আওয়াজে, বুঝি প্রিয় টিম জেতার উল্লাস । পাড়ার গলিতে ঝড়ের গতিতে ছুটতে থাকে দু চাকার বাহনগুলো । আসলে ফুটবল এক আবেগ । তৃতীয় বিশ্ব হোক বা প্রথম, সঙ্গতি যেমনই হোক উদযাপন সেই শব্দে, গতিতে । সেই কবে মানুষ নিজের জয়ের নিশান উড়িয়েছিল সভ্যতার বুকে সে তো গতি আর শব্দ নিয়েই । তাই আজও লাটিন আমেরিকার গরীব দেশ স্বপ্ন দেখে ফুটবলে বিশ্বজয়ের, ইউরোপের ছোট্ট দেশ মরিয়া লড়াই চালায় ফাইনালে ওঠার, কাঁটাতার খুলে বিত্তবান সাদা দেশ ডেকে নেয় প্রচন্ড শক্তিশালী কৃষ্ণাঙ্গ খেলোয়াড়কে । কোথায় যেন সব সিমানা হারিয়ে যায় এইভাবেই। জেগে থাকে একটাই মন্ত্র ‘ফুটবল প্যাশন’ ।

ইন্দ্রাণী ঘোষ 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।