T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় উপাসনা সরকার

স্বীকারোক্তি
(১)
কতবারই তো বলেছি “ফিরে যাব”
তীক্ষ্ণ হয়েছে স্বর
ধাতব ঝঙ্কার
কতবারই তো ফিরে দেখেছি আবার
মোহাচ্ছন্ন স্মৃতিকাতর
“ভালবাসি” বলা যত সহজ
ততই কি সহজ এই ক্ষোভের রক্তপাত
অথচ মনে মনে বলেছি তো অন্য কথাই
কখনো মৃদু থেকে মৃদু আরো
নৈঃশব্দের মত
(২)
তোমাকে যন্ত্রণা দিলে
এদিকেও শুশ্রূষার প্রয়োজন পড়ে অমোঘ
আমাকে কঠিন ভেবে ভুল করে চলেছ ক্রমশ
বাধা দেবনা প্রতিশোধস্পৃহায়
(৩)
কিছুই তো পারিনি তাই
দিনান্তের প্রলাপ উপহার দিয়েছ অহরহ
রেখেছি আমিও তাই
বিষ ও ভালোবাসা
গ্রহণে সক্ষম ও দক্ষ
আজীবন!