T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন উজ্জ্বল কুমার মল্লিক

প্রত্যয়—

হাসি- দুঃখ, কিবা বোঝে ঐ গো- পালেরা,
অবোধ, চিত্তশূন্য, থাকে নির্বিকার;
জমা রাখে কত কথা, আপন বুকে
আগতের তরে, তা উগরে দেবার।

কালা- কালের গতি গড়ে ইতিহাস,
আসবেই সুদিন, রাখি সে বিশ্বাস;
কালের নিয়মে দেখি, আসে বসন্ত,
রং-বেরং, ঘোচাবেই মনের জড়ত্ব।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।