সাতে পাঁচে কবিতায় উজ্জ্বল কুমার মল্লিক

হে আধুনিকে!
ভাব আছে, ভাষা নেই
ছন্দো-ভঙ্গে বেহাল যে;
আবেগে উৎপীড়িত
বিরহিত তো আঙ্গিকে।
আধুনিকা! কাব্য তুমি,
পাঠক এড়িয়ে চলে;
সভয়ে লিখছি আমি
অভিবাদি দূর হ’তে।
সুললিত ছন্দে সাজো
উল্লসিত হোক সবে;
কস্তুরী- মৃতের মত
খুঁজুক হন্যে তোমাকে।
সাহিত্য হোক সার্থক
উঠুক কল্লোল মনে;
কাব্য- জগৎ রণিত
হবে, সাহিত্য প্রাঙ্গণে।