T3 নববর্ষ সংখ্যায় উজ্জ্বল কুমার মল্লিক

কবিতা

 দেশ সেবা নয় তো সোজা,
 ওরে বখ্ তিয়ার খিলজি!
  ঝরা রক্ত দেশের জন্য,
   বুঝবি তখন দেশ- মর্ম:
   না সহি তুই দুঃখ-ব্যথা,
   চাস হতে তুই দেশ- নেতা?
   এলে পড়ে হঠাৎ করে
   অভিজ্ঞ জনে মানবে কেনে:
   বুঝে চল আপন সীমা,
   প্রমাণ  দিয়ে হ না মহান:
   হাত নাড়িয়ে সু-সন্তান?
   ফাঁসির দড়ি পর না গলে,
    বচন রেখে, দে প্রমাণ;
    কুর্নিশে তবে রে, সু-সন্তান।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।