T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ উজ্জ্বল কুমার মল্লিক

প্রেম বিকায় দোকানে—

ইথারে খবর যে হইলো,
ভালোবাসার দিন আইলো;
থাক তবে সরস্বতী পুজো,
প্রেম দিবসের দিয়ে গুঁতো-
লাল গোলাপে বাজার ছায়;
এ রোগ দেখি বিষম দায়!

বুঝেছিল তা রাই- কিশোরী,
আনজনে হয় ভয়ংকরী;
প্রেম দিবসে, নয় পাওয়া,
ওরে! দেওয়া শুধু অক্লেশে;
গোপনভাবে আপনি সঁপি,
উপচার হ না আপনি যে।

ছেলে- বুড়ো সব দেখি মাতে,
না থাক অন্ন, খাবার পাতে;
‘পিরিতি যে কাঁঠালের আঠা’
ভাব চলুক, ব্যবসা খাসা,
ভালোবাসাহীন দিবসটা
ধূর্তদের বিজ্ঞাপনে ঠাসা;
বিপণনে কেঁদে কেঁদে ফেরে
ভালোবাসার দিন নীরসে,
উঠুক না তবে আওয়াজ,
প্রেম-সুধা, জাগুক অন্তরে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।