ক্যাফে ধারাবাহিক উপন্যাসে উজ্জ্বল কুমার মল্লিক (পর্ব – ২৫)

শহিদ ভগৎ সিং চরিত

অষ্টম অধ্যায় || দ্বিতীয় পর্ব

এ খবর ছড়িয়ে পড়েছে আয়ারল্যান্ডের lA HUMANITE
পত্রিকায়;ছড়িয়ে পড়েছে রাশিয়ার প্রাভদা পত্রিকায়। এ দেশের সরকার, শ্রমিক- কৃষকদের উপর যে অত্যাচারের ষ্ট্রীমরোলার চালাচ্ছে এবং তার বৈধ করার জন্য এই সব দমন-মূলক আইন
কার্যকর করতে চলেছে, সারা পৃথিবীর মানুষ আজ তা জেনে গেছে। দেশে বাক্-স্বাধীনতা নেই,
সেটা পৃথিবীর কাছে তুলে ধরার জন্য ফরাসি বিপ্লবীAuguste
Vaillant’ র পন্থা অবলম্বন করেছেন। ঐ বিলগুলো পাশ না হলেও ভাইসরয়ের ভেটো পাওয়ার প্রয়োগে আইনে পরিণত হবে, ফলে শ্রমিক ইউনিয়নের কাজ- কর্ম খর্ব হবে; সরকারের বিরুদ্ধে কিছু বলা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে;শাস্তি হবে সশ্রম দীর্ঘ- মেয়াদী কারাদণ্ড অথবা দ্বীপান্তর।

বাক্সের মধ্যে রিল চলছে; ভগৎ সিংজি, নিজেদের হাতিয়ার সামনের টেবিলে রেখে হাত তুলে সারেন্ডার করছে; ওদের উদ্দেশ্য সফল; সারা দেশ- বিদেশ, এখন
HSRA’ র কর্ম- কাণ্ড অবগত হয়েছে। ওরা সন্ত্রাস- বাদী নয়, দেশের জন্য শহিদ হতে বিন্দু মাত্র
পিছপা নয়। সরকার ও কায়েমী
স্বার্থান্বেষীরা ওদের ভিলেন বানিয়ে স্বাধীনতার গতিকে বিলম্বিত করতে আগ্রহী; ওদের কথা মিথ্যা
প্রমাণিত করে, আজ সগর্বে ওরা
সারেন্ডার করছে; ইচ্ছা করলে, হত্যালীলা চালাতে পারতো, পালাতে পারতো, কিন্তু, না, ওরা দেশবাসী ও বিশ্ববাসীকে নিজেদের কথা শোনাতে চায়; ওরা কখনই সন্ত্রাস- বাসী নয়।

“দেখ ছেলেরা, দেখ, সার্জেন্ট টেরী, ওদের বন্দী করে নিয়ে যাচ্ছে; দূরে হলের বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাকা জয়দেব তা দেখে সাথী হারানোর বেদনায় মুহ্যমান; এ তো ঘটবেই, এই তো ভবিতব্য, আজ না হলে কাল। কিন্তু মন যে—–। “

চলবে

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।