দিব্যি কাব্যিতে উজ্জ্বল কুমার মল্লিক

শব

বিবেক দিয়ে বন্ধক
লাশ হয়ে আছি মর্গে,
সত্য মৃত বহুদিন,
চিত্ত আজ বোধশূন্য,
তাই চেতনা- বিহীন।

চলে কাপুরুষ, ভীরু,
সাহসী উপাধি পায়;
মুখ্যু, আলোকিত পদে
সভ্যতার অবলুপ্তে,
রয় পণ্ডিত সম্পুটে।

হায় রে, প্রকৃতি গতি!
জঞ্জাল আর হুল্লোড়ে
উন্নতি না অবনতি!
মনুষ্যত্বহীন সব–
উপায়ে হীন শ্ব- বৃত্তি।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।