কবিতায় টুলা সরকার
ভালোবাসা
ভালোবাসা তোমায় ভালোবাসায় দিলাম ভরিয়ে
কিন্তু তোমার ভালোবাসার দৃষ্টি নানা উপঢৌকনে।
অন্তরে তোমার ধরেছে জং,নয়ন হয়েছে ঝাপসা
অন্ধ অন্তর নিমজ্জিত, শুধু বস্তুগত ভালোবাসা।
হেমন্তের আকাশ আজ ঘোলাটে, ছায়া ছায়া রোদ,
আতিশয্যের প্রবল ধাক্কায় হারিয়েছে জীবনবোধ।
ভালোবাসার সংকট সময়, ভালো বাসার প্রাচুর্য
ভালো বসতবাড়ি, ভালো গাড়ি, আসবাবপত্র ঐশ্বর্য।
ভালোবাসার অশেষ অপেক্ষা, ভালোবাসার সন্ধানে
জীবন কি দেখবে আকাঙ্ক্ষিত ভালোবাসা? কে জানে।