T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় ডঃ উৎপল কুমার দাস

উত্তর
আপনভোলা
কুলটিকরী
বৃষ্টির সঙ্গে ঘর বাঁধতে গেলে গোঁসা করে মেঘ
তার দু চোখের পানি মোছাতে নিজেকে
পাহাড় হতে হয়, ঘন মেঘ সেখানে দু দণ্ড বসে
আবছায়ায় যে কথা বলে, তার নাম দি কবিতা।
বিরহের ভাষা জানে হৈমন্তী মাঠ, চৌকাঠ পেরিয়ে
ঢুকে আসা শিশির খোঁজ নেয় নিম্নচাপের
কণে দেখা বেলায় যে কমলালেবু আলো
উল আর কাঁটাকে ডেটে নিয়ে যায়,
ঈশ্বর ভালোবেসে নাম রাখেন সংসার।
চশমার ঘষা কাঁচে সময় মাপে না কেউ
প্রহর পেরিয়ে হাতে রেখে হাত, হেঁটে যায়
রোদ মাখা দিন-একঘেয়ে বর্ষা, সাবলীল।
কমে আসা ইস্ট্রোজেনে শিথিল কোনও শীতে
মুহুর্তে মুহুর্ত গেঁথে সেলাই করা সে ব্যালাডের
নাম নাকি জীবন? জানি না, উত্তর অধরা।