T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অজিত কুমার জানা

পূজোর দিনগুলো

আলোর গতিতে ছুটে পূজোর দিনগুলো,
আরামকেদারা বসে থাকে।
সুদর্শন চক্রে খন্ডিত হয়,
অশুভ মনের অশরীরী আত্মা।

দর্শক সমুদ্রে ভাসে পূজো প্যান্ডেল,
সাময়িক ভক্তি জমায়েত হয়,
দুর্গা মায়ের চরণ পদ্মে।

পূজো প্লাবিত মানচিত্রের সব রঙে,
দরজা খোলা সব ঘরবাড়ি।
চোখের পলকেই মায়ের আগমন,
আবার দেখতে না দেখতেই প্রস্থান।

বিজয়ার নাচ চোখের জল মুছে,
সময় ফিরে পুরনো ছন্দে,
সামনে দাঁড়িয়ে কর্মের মাঠ।

Spread the love

You may also like...

error: Content is protected !!