স্বপ্ন আমার আকাশ ছোঁয়া
আকাশ ছুঁয়েছি,
স্বপ্ন আমার সমুদ্র পাড়ি দিবো
পাড়ি দিয়েছি,
স্বপ্ন আমার পাহাড় ছোঁয়া
পাহাড় ছুঁয়েছি।।
স্বপ্ন আমার হৃদয়ে
সবুজ দিগন্তের
ছবি আঁকা,ছবি এঁকেছি।
স্বপ্ন আমার পূর্ণিমা রাতে
তোমায় নিয়ে হাঁটবো আমি
বাঙলার মেঠো পথ
আমি হেঁটেছি।
স্বপ্ন আমার গভীর রাতে
মূষলধারে বৃষ্টির মাঝে
তোমায় নিয়ে ভিজবো আমি
আমি ভিজেছি!
স্বপ্ন আমার গাঙচিলের
পাখায় ভর করে উড়ে দেখবো
আমি অপরূপ সবুজ বাঙলা
আমি দেখেছি।
স্বপ্ন আমার বৈষম্যহীন গড়বো দেশ,
আমি দেখেছি!
স্বপ্ন আমার শোষণহীন শাসক হবে,
আমি দেখেছি!
স্বপ্ন আমার জাতির পিতার
সোনার বাঙলা গড়বো মোরা
আমি দেখেছি!
স্বপ্ন আমার
শোষনের নিপীড়নের
বিরুদ্ধে লড়বো মোরা,
আমরা লড়ছি!
স্বপ্ন আমার দরিদ্র মুক্ত
গড়বো দেশ,সোনার বাঙলা
সোনার রূপে সাজবে বেশ
আমি দেখেছি।।