আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ উমর ফারুক (ঢাকা, বাংলাদেশ)

একুশ আমার অহংকার
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ
বাংলা ভাষার জন্য
ঝড়ে গেছে তাজা প্রাণ।।
১৯৫২’ একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে
ঝাঁপিয়ে পড়েন রফিক সালাম বরকত
স্লোগানে প্রকম্পিত হয় আকাশ বাতাস
রাজপথে প্লাবিত হয় রক্তের স্রোত।।
রক্তে অর্জিত বাংলা বর্ণমালা
আমাদের অহংকার
ওদের স্মরণে আজো বুকে
ধারন করি শহীদ মিনার।।