মার্গে অনন্য সম্মান উজ্জ্বল দত্ত (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – 112
বিষয় – অভিমানী
অভিমানী চোখ
তোমার ওই হরিণী চোখ দুটি দেখে
অনুভূত হয়নি সেদিন চোখের ভাষা,
কিছু কথা বলতে চেয়েছিল আমায়
যার ভেতর সুপ্ত গোপন ভালোবাসা।
ওই কামঝরা চোখে চোখ রাখলেই
দেখতে পাই ঘনঘন বিদ্যুতের চমক,
তুমি কি তাহলে কোন ব্যর্থপ্রেমিকা
অভিমানী চোখে কতো অগ্নিঝলক!
আর একটিবার দাঁড়াওতো সম্মুখে
উঠতি বসন্ত পলাশের অনল মেখে!
পড়ন্ত ফাগুনের ফাগুয়া দেব ঢেলে
তোমার ওই হৃদয়, রঙে যাবে ঢেকে।
আমার হৃদয়ে এখনো খেলে যৌবন
তোমার শূন্য হৃদয়ে দেব প্রেম ভরে,
নিভে যাবে চোখভরা যতো আগুন
তোমার বাসা হবে মোর হৃদয়-ঘরে।
কেটে যাবে তোমার যতো অমাবস্যা
পূর্ণিমার চন্দ্ররাত এখন আমার মন,
এসো একটিবার দাঁড়াওতো সম্মুখে
আজ তৈরি করি মনে অন্য বৃন্দাবন।