কাব্যানুশীলনে উদয়ন চক্রবর্তী

একটা অন্তসারশূন্য কবিতা
একটা অন্তসারশূন্য কবিতা পাখির
ডানা ধার করে উড়তে চায়
শূন্যতারও একটা নিজস্ব গভীরতা আছে
সেখানে বোধের দূর্বলতা চড়াইয়ের হৃৎপিন্ড কে
আদর্শ করে এগিয়ে যেতেই রক্তক্ষরণ
জমা হয় অচ্ছুৎ শকুনের পায়ের তলায়
নিতিগত ভাবে আমরা কেউ সৎ নেই
আপস এখন পার্থেনিয়াম গাছের মতো
সিমেন্টের শরীরেও বেড়ে ওঠে নিঃশব্দে
সবাই একসাথে পা ফসকে গেছি বোঝা যাচ্ছে না
সরল রেখারা পরস্পর বিরোধী হয়ে জটিল ছবি
আঁকছে
খসে পড়া তারারা মৃত হলেও বেঁচে থাকে
মৃত মানুষ স্মৃতির চোরাবালি পথে হেঁটে যায়।