কাব্যানুশীলনে মোহাম্মদ শামীম মিয়া
এটাই স্বাধীনতা
যখন কেউ মনের কোণে
আশায় আশায় স্বপ্ন বুনে
যায় এগিয়ে যায়,
আঁধার মাঝে আলো জ্বেলে
সুখের খোঁজে ডানা মেলে
গুনগুনিয়ে গায়,
তখন দেখি প্রিয় স্বাধীনতা
জীবনটা রাঙায়।
যখন দেখি ঘরে ঘরে
হাসিখুশি বিরাজ করে
থাকেনা কেবল দুখ,
থাকে শুধু ভালোবাসা
জীবন হয় অতি খাসা
উজ্জ্বল সবার মুখ,
গর্বে তখন ভরে উঠে
বাঁধ ভাঙে এ বুক।