কাব্যানুশীলনে উদয়ন চক্রবর্তী

ঘরের খোঁজে
আমি মাঝে মাঝেই ঘুম ভেঙে
নিজের ঘর খুঁজি–
আকাশ সমুদ্র মরুভুমি বনানী ধানক্ষেত
সমস্ত আমার ঘর দখল করে আছে
আমি ওদেরই কারও কাছে একটু জায়গা চাইছি
রোজই সূর্যাস্তের শেষ আলোয় দেখেছি
দুটি বাদুর দক্ষিণ আকাশ থেকে পশ্চিমে যাচ্ছে
ওরা হয় নিজের ঘর খুঁজতে যাচ্ছে নয়তো
ঘর থেকে জীবন খুঁজতে,
যে নীল তিমি এক মহাসাগর থেকে ভুল করে
আর এক সাগরে চলে এসে ছিল
ওতো ঘরই খুঁজতে বেরিয়েছিল পথ ভুলে
তারপর বুক চিতিয়ে পড়েছিল বালিয়াড়ির ওপর
নিস্পন্দ শরীরে দেখছিল তারারাও ঘর খুঁজছে শূন্যতায়
আসলে সার্থক ঘর খোঁজার নামই জীবন।