ক্যাফে কাব্যে উত্তম চৌধুরী
ভিখিরি শহর
এক সন্ধ্যার আস্তাবলের দিকে হেঁটে যাচ্ছি।
ওমলেটের মতো আলো। ঘোড়াগুলো
দানাপানি খেতে খেতে ঘুমিয়ে পড়েছে।
ঘুমোতে যাচ্ছে তন্দ্রালু হর্স ট্রেইনার এলবার্ট হোয়ান।
তাঁর হোল্ডঅলে রঙিন পানীয়।
এমন কেউ জেগে নেই যাকে নিয়ে পাহাড় জাগাতে পারি।
ফলত সিঁড়ি ভাঙা শব্দে ফিরে আসি,
ফিরে আসে অবসাদ।
ল্যাম্পপোস্টের নীচে ভিখিরি শহর বসে থাকে।