T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় উদয়ন চক্রবর্তী

শূন্য কে সংখ্যা ভেবে
আমার বুকের ওপর দিয়ে যদি
একটা নদী বয়ে যেত
আমি কত জীবনের সাথে সুখ দুঃখ
ভাগাভাগি করে নিয়ে যেতাম
এ সমাজ নামক জন জঙ্গলের বেড়া ডিঙিয়ে
ঈশ্বর নামক অদৃশ্য ভক্তি আর দৃশ্যহীন
ধারনায় এক কুয়াশা ঢাকা শাশ্বত অনুভব
ভেসে আছে নিরেট বাস্তবের পাটাতনে
এ ছাড়া কোনও উপায়ন্তর নেই।
শুধু বিষণ্ণতা আর বিষাদ নিয়ে পরে থাকলে
উৎসব তো খুশি বিলোবে না স্ব-ইচ্ছায়
তাই অনন্ত বিষাদও কখনও কখনও জীবন থেকে
পালিয়ে বাঁচে, মেতে যায় উৎসবের রঙ মেখে
অনন্ত শূন্য নীলের ভেতর কোথাও গোপন
সুখের ছক কাটছে অন্য পৃথিবী
মানুষ শূন্য কে সংখ্যা ভেবে যুদ্ধ ক্ষেত্র
বানিয়ে ফেলেছে এ যাপন ভুমি
মানুষ শূন্য কে সংখ্যা ভেবে এ পৃথিবীকে
শূন্যতাই বিলিয়ে দেবে একদিন।