মুক্তগদ্য উত্তম বণিক
পিতা মাতা ও পরিবারের প্রতি প্রবাসী ছেলের পত্র – শুভ বিজয়া
শ্রীচরনকমলেষু বাবা,
সর্বপ্রথম আপনার চরণে আমার ভক্তিপূর্ণ শুভ বিজয়ার প্রণাম জানাইলাম। পরিবারের গুরুজনদের সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও ছোটোদেরকে আমার স্নেহভরা ভালবাসা জানাইবেন। আশাকরি পরম করুণাময় ইশ্বরের অশেষ কৃপায় আপনি তথা পরিবারের সকলে কুশল মঙ্গলেই আছেন। বিগত প্রায় ছয় মাসাধিক কাল যাবৎ আপনাদিগের কোনো সংবাদ পাইনাই। তাই বড় দুঃশ্চিন্তার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করিতেছি। জীবন ও জীবিকার সন্ধানে প্রবাসী হইয়াও আপনাদিগের চিন্তায় মধ্যে মধ্যে বিনিদ্র নিশিযাপন করিতে হয়। মমতাময়ী মা জননী কেমন আছেন, পথ্যিগুলান সময়মতো সেবন করিতেছেন তো? উনাকে আমার বিজয়ার প্রণাম জানাইবেন। পিসিমা কেমন আছেন? উনাকে আমার বিজয়ার প্রণাম জানাইবেন। বলিয়েন উনার হাতের তৈরি করিয়া দেওয়া আচার দিয়া আমি প্রত্যহ ভোজন করি। জ্যাঠামশাই জ্যেঠিমাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাইবেন। মুদিদোকানি হরেন কাকা বাবু, ঠাকুর কাকা বাবু এবং কবিরাজ দাদুকে আমার শুভ বিজয়ার প্রণাম জানাইবেন। বাবা, আমাদের বাটিকায় কি বিদ্যুৎ সংযোগ হইয়াছে? কনিষ্ঠ ভ্রাতা পঠনপাঠন কেমন করিতেছে, নাকি এখনো ডাংগুলি খেলিয়া বেড়াইতেছে। ওকে আমার স্নেহ জানাইবেন। বাবা, আপনার নিকট আমার অনুরোধ সম্ভব হইলে তাম্বুল সেবনটা ছাড়িয়া দিবেন। আমার জন্যে বেশী চিন্তা করিবেন না। যথা শীঘ্রই আমি গ্রামে ফিরিতেছি। বিজয়ার প্রণাম লইয়া আমারে আশীর্বাদ করিয়েন।
মায়ের জন্য: শ্রীচরেনেষু মা, বিজয়ার প্রণাম নিবা। আমার জন্য চিন্তা করিয়ো না, আমি ভালই আছি। তোমার শরীরের যত্ন নিবা। মাধবী তোমারে ঠিকঠাক যত্ন নেয় তো? মা তোমার অভাব সবসময় হৃদয়ে নাড়া দিয়া যায়। দুইহাত ভরা চুড়ির শব্দ, আলতাপরা চরনযুগল, কপাল জুড়াইয়া সিঁদুরের তিলক, গায়ের চন্দনের সুবাস সর্বোপরি তোমার হাতের অপূর্ব পাক এইসব খুব অভাব অনুভব করি। জীবনে এই প্রথম বুঝি তোমার হাতের তৈরি নাডু মোয়ার স্বাদ হইতে বঞ্চিত হইলাম। মা চিঠি পাওয়া মাত্রই সকলের কুশল জানাইয়া চিঠির উত্তর দিবা। এই অপেক্ষায় থাকিলাম।
স্ত্রীয়ের জন্য: মাধবী তুমি কেমন আছো? আমার জন্যে চিন্তা করিওনা। আমি কুশলেই আছি। পেটের টারে ঠিকঠাক দেখিয়া রাইখো। আমি ঠিক সময়মতই তোমার মা হওয়ার পূর্বেই গ্রামে পৌঁছাইয়া যাইব…
হঠাৎ করেই মোবাইলের বিশ্রী শব্দে ঘুমটা ভেঙে গেলো। মোবাইলটা খুলতেই দেখি ইনবক্স ভরে গেছে বিজয়ার শুভেচ্ছাবার্তায়… ভাবলাম কোনদিনগুলো ভালো ছিলো অতীতের না বর্তমানের?