ক্যাফে কাব্যে টুম্পা সাহা by TechTouchTalk Admin · Published May 29, 2021 · Updated May 29, 2021 সভ্যতা আলোতেও উদাসীন অদ্ভূত সাদা চোখ, গোলাপী আভা নাভী বেয়ে ক্রমশ। অন্ধকার ঝলমল করে, একবিন্দু বিদ্যুত ঝলক কাঁপিয়ে যায়, গাছের নীচের আশ্রয়। কালো পোড়া ঘাট, জল থই থই মাঠ, মৃতদেহ বয়ে বেড়ায় সভ্যতা। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love