দুটি কবিতায় রজতকান্তি সিংহচৌধুরী

জন্ম ১৯৬৬ , বাঁকুড়ায়। ঐতিহ্যশালী ভেলাইডিহা রাজবাড়ির জ্যেষ্ঠ সন্তান কবিতা লিখছেন ন বছর বয়স থেকে। লেখাপড়া পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, বাঁকুড়া জেলা স্কুল, এন আর এস মেডিকেল কলেজ এবং কলকাতা,বিশ্ববিদ্যালয়ে। এম ডি পরীক্ষায় প্রথম স্থানাধিকারী এই বিশেষজ্ঞ ডাক্তারের চারখানি কাব্যগ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত। এই শতকের প্রথম দশক থেকেই দেশ,কৃত্তিবাস, অনুষ্টুপ, কবিসম্মেলন, কবিতা আশ্রম,আদম,সাহিত্য, কালি ও কলম, কবিস্বর সহ দুই বাংলা ও বহির্বঙ্গের শতাধিক কাগজে লিখেছেন। বৃত হয়েছেন বিনয় পদক সেরা কবি সম্মানে। কবির সাম্প্রত বই 'কবিতা স্বয়মাগতা' (আদম) কলকাতা বইমেলা,২০১৯ এ প্রকাশিত।

(১)

মেঘ গলে যাক

নদীরা সবাই নৃত্যপরা
কবিতাও নৃত্যপটিয়সী
নদীর স্বভাব কবিতার
শব্দস্রোতে সতত চঞ্চল
আঁচলে রেখেছ বেঁধে কেন
তারসানাইয়ের তীব্র মিড়
জীবনের সামান্য ছলাৎ
বৃষ্টি হয়ে মেঘ গলে যাক।

(২)

নিদ্রানিভা

নিদ্রার মতো লোচনগ্রাহিণী
মূর্ছার মতো মনোহরা
তোমাকে আমার অক্ষৌহিণী
খুঁজে ফেরে ধরা সসাগরা
তুমি যে আমার, তুমি যে আমার
এসো, এসো বুকে, এই বুকে
এতবার ডাকি তবু তো এলে না
শোণিতের মাঝে গেলে ঢুকে
আমারই মনের মাধুরীকণায়
তুমি হয়ে আছ সিক্ত
গড়া হল সেই প্রাণের প্রতিমা
আজ এ হৃদয় রিক্ত।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।