কবিতায় টুলা সরকার

জাগ্রত আশা

আজও রয়েছি অপেক্ষায়।
অম্বর বেষ্টিত পেঁজা তুলোর শ্বেতশুভ্র-
মেঘের স্বতঃস্ফূর্ত আনাগোনা।
কত কি মনে করায়!

শরতের সোনালী রোদ কত চেনা।
শিউলি, কাশের অপরূপ শোভা।
ভোরের মহালয়ার চিরন্তন আকর্ষণ।
উৎসবের আবহ কত চেনাজানা।

হৃদয়ের সুপ্ত ইচ্ছে ওঠে জেগে।
খুঁজে বেড়াই আদুরে সময়।
সময়ের পরতে যতই বদলাক ভাষা।
আজও নীরব জাগ্রত আশা।

শরতের সঙ্গী শিউলি, শিশির সিক্ত প্রাঙ্গণ।
মক্ত আকাশ, মুক্ত বাতাস উৎসব ধ্বনি,
মন চায় ধুয়ে যাক কলুষিত অধ্যায়।
ধরণী সাজুক সততার আলোকে প্রতিক্ষণ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।