কবিতায় টুলা সরকার

মনের মধ্যে মন
মনের মধ্যে মন থাকে।
অন্তরালে অন্তহীন স্মৃতি
অবসরে উন্মুক্ত মন
মানে না রীতিনীতি।
ফুলের মধ্যে মধু
খেতে আসে ভ্রমর
ভ্রমরের হুলের ঘায়ে
মানুষ ঘায়েল কাতর।
নগরের মধ্যে নগর
কর্মযোগের ব্যস্ততা
অন্তরালে কালো ব্যবসা
বহির্ভাগে নগরের সুন্দরতা।
বর্ষায় হাঁটু অবধি জল
পথঘাট নদী-নালা ডুবন্ত
ভালোবাসি আমার শহর
হৃদয়ে ভালোবাসা অনন্ত।
ঋতু পাল্টায় নিয়মে
বর্ষা শরৎ বসন্ত
প্রকৃতির ভিন্ন সাজ
গ্রীষ্ম শীত হেমন্ত।
জীবন প্রকৃতির ন্যায়
পরিস্থিতিতে বদলায়
ভালো মন্দের আপেক্ষিকতা
বুঝতে অক্ষমের সহায়তায়।