সাতে পাঁচে কবিতায় টুম্পা সাহা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ধূসর বা হলুদ
অসংখ্য ছবি চলে ফিরে বেড়ায়
মনোক্রম বা ফিকে হওয়া।
মানুষ শব্দ দেয় গন্ধ আসে যায়।
ছোট্ট শিশু, অহঙ্কারী যুবা,
মশলা গন্ধ হাত ভেসে যায়।
মূহূর্তগুলো সেই কবেই মৃত,
হঠাৎই কেউ পুরোনোর টানে।
ঠিক পোড়া চামড়ার বাস ছড়ায়,
কিনারে চলা মানুষ অভ্যস্ত।
অনিবার্য্য ধরেই পথে নামা,
ভাঙতে থাকা সেই কালো অথবা শাদা।
ধূসর বা হলুদ, কমলা
বাঁকের শেষে চমক হয়ত আরো
গাঢ় অন্ধকার কিংবা গভীর লাল।
সবটাই চলা আর চলতে থাকা
পিছিয়ে পড়া কিছু ভাঙা চোরা
আসবাব, দেওয়াল ফাটল ধরা
ছাদের ধংসস্তূপ।