ক্যাফে কাব্যে তীর্থঙ্কর সুমিত

রিয়ার ডায়েরি
অবাক পৃথিবীর সেমিক্লোনে আটকে রোদ্দুর
সূর্য ওঠার সাথে সাথে আপন করে নেয় গোটা পৃথিবী
বিষণ্ণতার আঁচড়ে আমার বাগানের ফুটন্ত গোলাপ
তুমি আর আমি ___
শহর জুড়ে বৃষ্টি নামে, চোখে ঘন বর্ষা
এক আকাশ নক্ষত্র আমার ডায়েরির পাতায়
বত্রিশ বছরের যত ক্লেশ
আয়নার সামনের দাঁড়িয়ে বলি ‘রিয়া ‘
তুমি শুধুই আমার।