T3 নববর্ষ সংখ্যায় তীর্থঙ্কর সুমিত

১) একটা সকাল
মেঘভাঙা একটা সকাল
অনুভবের দোলাচাল মুহূর্তে অপেক্ষা করে
তুমি নামের এক একটা বই
প্রতি পৃষ্ঠায় উঠে আসে
না বলা সবুজের কথা
রোদ্দুরের একাকী বেঁচে থাকা
আর একটা নদী —-
যে নদী ?
মনে হয় বৃষ্টি হতে পারে ।
২) তৈরী
মেঘের দেশে কাজলা ভরে এ এক কোন ছবি
সূরের নেশায় একমনে গান গাইছে ভৈরবী
হাওয়ায় হাওয়ায় আলতো ঝড় মন জাগানো বৃষ্টি
কবির মনে নতুন নতুন শব্দ যেন সৃষ্টি
ভাবনাগুলো উড়ান যেন ডুব দিয়েছে রবি
ক্যানভাসেতে উঠল ফুঁটে নিত্যনতুন ছবি
সৃষ্টি যেন নতুন কিছু একমনেরই চিত্ত
মনের কোণে উথল-পাথাল জাগছে নতুন নৃত্য
ভিজে যাওয়া স্বপ্নগুলো আকাশ নীলাকার
নতুন করে গল্প আবার লিখছে গল্পকার।