ক্যাফে কাব্যে টুম্পা সাহা

ক্রমশ ভগ্নাংশ
সমান ভাবে ভাগ কর নিজেকে
দেখবে আরো কত ভাগ
ভগ্নাংশ হতে হতে অনু।
তখন পরীক্ষা করে দেখ
ভাল অথবা মন্দ
কোনটি বেশি কোন ক্রমোজম।
হারিয়ে যায় গুণ বা অগুণ
মিটে যায় খেদ
সরে যায় যত খারাপ লাগা।
এভাবেই ভাগ করতে থাকলে
না পাওয়া ক্ষুদ্র
চাওয়ারা ক্রমশ বিলীন।
অঙ্কে ভালো হওয়াটা জরুরী
তবেই চুলচেরা উত্তর
নয়ত ভাসা ভাসা ধারণা যত।
সমাধান খুঁজতে গিয়ে মাঝপথে
হারিয়ে ফেলা
আবার শুরু করার ক্লান্তি।