মেহেফিল -এ- শায়র তাহমিনা শিল্পী (নির্বাচিত কবিতা)
তাসেরঘর
মেঘছোঁয়া ভোর পেরিয়ে
ভিজেভিজে সকাল
ডানায় আনন্দরঙ মেখে খড়কুটো নিয়ে
উষ্ণতার অপেক্ষায় ছোট্ট চঁড়ুই
জড়োসড়ো বসে আছে জানালার কার্নিশে
পালকে মাখা কুঁয়াশার মত নরম লজ্জা।
দৃষ্টি দূরে…..
কখনও হলুদ,কখনও ধূসর
দেয়ালে কান পেতে শোনে
একটি নিঃশ্বাসের বুকে ধীরে নেমে আসছে
আরেকটি নিঃশ্বাস।
আলগোছে হাওয়া এসে জানিয়ে গেলো
বাসা বাঁধবার সহযোগী যে হতে চেয়েছিল
গোলাপের প্রেমে সে উড়ছে এপাড়া-ওপাড়া।
ক্রমশই ভারী হতে থাকে বুক
হৃদয় পুড়ছে,
যেটুকু খড়কুটো এনেছিল জ্বলছে সব।