ক্যাফে কাব্যে তীর্থঙ্কর সুমিত

দু – এক কথা
কথার সাথে সাথে কথার সেমিকোলন
বৃষ্টি ভেজা রাস্তায় ফেলে আসা স্মৃতিচারণ
বুকের ভেতর ঝড় ওঠে বৃষ্টি আসে
ভিজিয়ে দেয় সময়ের অবগাহন
আজও কেউ অপেক্ষায়
দিন থেকে রাত
উড়ালপুল দাঁড়িয়ে থাকে একা
তবু সে একা নয় কত রাস্তা পথের সন্ধান মেলে
বিধগ্ধ পায়রার ওম আজ সবার বুকে
শুধু পথ মেলায়না পথের সন্ধান।