কবিতায় তাপস মহাপাত্র

বাবা
শীত পড়লে পশ্চিমের বারান্দায় দুলে ওঠে
একটা দোলনা।
পরিযায়ী পাখির মতো বাবা এসে বসেন,
তাঁর পিঠে এলিয়ে পড়ে খাঁজকাটা রোদ
হাসজারু ডানা নাড়ে উত্তুরে হাওয়া।
নক্সিবড়ির মতো রচনার বাক্যরা
বই ছেড়ে রোদ স্যাঁকে দালানে দালানে,
বেড়াকলমির ডালে চনমনে শিশিরগুলো
যেন বিন্দু বিন্দু ফ্রকপরা মেয়ে,
নবান্নের কথা শুনে ধুম লাগে ধানশিষে।
সন্ধ্যা এলে রক্তের ভিতর শুনি-
আগুনের চাপা স্বর, খেজুর রসের মতো
উত্তাপ চুঁয়ে পড়ে বুকবাঁধা শূন্যতার ভিতর।
শীতের বারান্দায় নির্বিকার বাবা দুলে চলেন বেমালুম।