প্রবাসী ছন্দে ড. নাঈমা খানম (বাংলাদেশ)

বিসর্জনে নারী

কে কবে দেখেছে কে কবে জেনেছে,কতটা ক্ষয় নিয়ে নারী যুদ্ধরত?
কোনকালে নিজেরে হয় নাকো চেনা, আপনি আপনার মতো।

সমাজের দেয়া যত চাপ, বোঝা সব মেনে নিয়ে টিকে যায় নারী
বঞ্চিত তারা শোষণে- শাসনে,সমাজের উঁচু নীচু সব সিঁড়ি!

আপনার মাঝে যত আছে সুধা, ভালোবাসা সবটুকু দেয় উজাড়ে,
নারী অনন্যা,হতে জয়ী নিরবে নিভৃতে নরের সমতায় যায় লড়ে।

দানে পরাক্রম জানেনা সীমানা,শেষটুকু তার দিতে নেই মানা,
মায়াজালে বাঁধে সমুদ্র অতল,সংসার যার আপন ঠিকানা।

আলোকিত নারী জ্বালে দ্বীপশিখা ঘরে আর বাইরে সম শ্রম ঢেলে
নিজেকে ভাবার অবকাশ কম দায় যত কাঁধে তার বেশী তুলে

কন্যা-জায়া-জননীরে,ব্রতী সকলের সেবায় দিনে রাতে
কার কি এসে যায় অসুখে বিসুখে ,কার দায় তার ব্যথাটুকু নিতে?

নিজের ভুবন ছঁকে হাহাকারটুকু ঢেকে,শ্রেষ্ঠ মা তিনি সন্তানের চোখে,
কোনকালে কোন প্রতিদান পেতে নাই কোন দাবী, না তাকায় কারো মুখে!

অপূর্ণতায় একাকার থেকেও মমতায় পূর্ণ করে চলে জীবন সবার,
নিজের প্রতিটি সময় যুদ্ধ করে চলে টিকিয়ে রাখতে যাপিত সংসার।

ভেতরে তীব্র ভাংচুর,কেউ কি জানে গল্পটা সেরা হতে পারার আড়ালে
সাগরসম বিসর্জন, তবু বৈষম্য! জোটেনা সম অধিকার কপালে!

Spread the love

You may also like...

error: Content is protected !!