কাব্যানুশীলনে তাপস মহাপাত্র

দেবতার প্রেমিকারা

স্তনের ঢেউ-র মতো গোধুলি এলো
বৃষ্টির আগে।
একটু পরে-
হয়তো সে সম্ভ্রম ঢেকে নেবে সন্ধ্যা-আঁচলে,
হয়তো সে ভুলে যাবে ঢেকুর তোলা কথাগুলো……
এরকমই অনেক ‘হয়তো’ রয়ে যায় শ্রাবণের অঝোরক্ষণে।
তবু অদেখার ভিতরেও দৃশ্য থাকে-
সেসবই ভেসে আসে আবহের পূর্বাভাসে।
হয়তো কারুর পা থমকে গিয়েছে কৃষ্ণা-দ্বিতীয়ার পথে
হয়তো কে অধিক আদুরে হয় বৃষ্টি-মেনিয়া থেকে……
এইসব ‘হয়তো’ নিয়ে
কত কত বিশ্ব জাগে পৃথিবীর ভিতরে ভিতরে।
আমার ভিতরেও দেবতার প্রেমিকারা আসে শ্রাবণের চন্দন নিয়ে……
Spread the love

You may also like...

error: Content is protected !!