এতো মর্মস্পর্শী আলিঙ্গন আগে দেখিনি
সংগীত বিহীন বিষাদের চেয়ারে বসে
ভাবনাগুলো বাউন্ডারি টপকে যাচ্ছে
দেখতে দেখতে একটা নরম সূর্যোদয়
অতিক্রম করলো জীবনের একপ্রান্ত থেকে
আর এক প্রান্তে, যেখানে সম্পর্কের কোন
আত্মজ নেই, তবে মিলন আছে মানুষে মানুষে
এই আলিঙ্গন আমাদের বাঁচতে শেখায়
লাস্ট ট্রেনে বাড়ি ফেরার পর
এক অচেনা পথিকের জন্য
জিরো পাওয়ারের আলোয় বসে থাকে
দুটো ঘুমাচ্ছান্ন চোখ
গরম খাবার
শান্তি হোটেল
সেই আলিঙ্গনের ঠেসমূলে ভর দিয়ে
আর একটা রাত অতিবাহিত হয়ে যায়
আমাদের শান্তি হোটেলে আবার ধোঁয়া ওঠে
সকাল হয়