ক্যাফে কাব্যে তিলক মুখার্জী

সেবার ব্রত

যে ভাবে হোক, যা করে হোক,
হতে হবে সর্ব প্রথম, বিজয়ী।
শৈশব থেকে এই বিদ্যা দিয়েছেন-
মাতা পিতা গুরুজন, শুভানুধ্যায়ী।
বড় হয়ে ডাক্তার হও, নামকরা –
ইঞ্জিনিয়ার। মানুষের সেবার জন্য ?
জ্ঞানের কথা রাখ দেখি ।
আপনি বাচলে বাপের নাম।
অমল বাবুর একটি মাত্র ছেলে ,
ছোট থেকে শিখিয়েছেন বড় হবার –
মন্ত্র। সবার আগে নিজেরটা বুঝবে ,
কার কি হলো তোমার দরকার কি ?
হতে হবে সর্ব ক্ষেত্রে জয়ী, ডাক্তার ।
দুহাতে কামাতে হবে টাকা আর টাকা।
গাড়ি হবে বাড়ি হবে আর ও কত কি ।
মুখ বুজে শুধু পড়াশুনো কর , মিশতে –
হবে না যে ছেলেটা খেলা করে মাঠে ,
ঘুড়ি ওড়ায় , কিংবা দেয় বাজে আড্ডা।
এখনকার দিনে এইসব করলে কি চলে?
সাফল্যের সিঁড়ি কি সবাই চড়তে পারে ?
কত খরচা করছি স্কুল আর প্রাইভেটে ?
একদিন ঠিক বাবু ডাক্তারি পাস করলো ।
বাবা মায়ের অক্লান্ত সাধনা আর , বাবুর-
অধ্যবসায়। সুদিন এলো , সাফল্য দোরে।
হটাৎ কি হলো, এই তো সব ঠিক ছিল ,
বিশ্ব জুড়ে কালো থাবা বসলো, ক্ষুদ্র –
অতি ক্ষুদ্র জীবের আক্রমণে ত্রস্ত মানবকুল।
বাবু তখন ইন্টার্ন করছে, জেলা শহরের ,
হাসপাতালে। সরকার জারি করলো লকডাউন,
হাসপাতালে ইন্টার্নদের দেখতে হবে ,
করোনা রুগী বাধ্যতামূলক। জুরবে –
তার জন্য এক্সট্রা মার্ক্স স্নাকোত্তরের।
অমল বাবুর টেলিফোন , বাবু লাগবে না –
এম ডি, এম এস , ডিগ্রি রাশি রাশি ।
হতে হবে না সর্ব প্রথম , বিশ্বজয়ী ,আয় –
ফিরে আয় একমাত্র হারাধন মানিক আমার।
ছেলের রুদ্ধ কণ্ঠ উঠল জেগে,
যে ব্রত নিয়েছি আমি, মানুষের সেবার তরে।
এতকাল বুঝেছি ভুল,আপন সুখ সুখিই নয়,
যদি না পাশে না – দাড়াই অক্ষমের।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।