কবিতায় তপন মন্ডল

অনেকাস্ত্রাধারিনী
আধুনিকতার ছোঁয়ায় তুমি আজ
সেজেছ মা কাত্যায়নীর মত রন সাজ।
দিশেহারা শত্রু সমাবেশ
ধরাতে অনাচার হবে শেষ।
ওরা পারেনি ভাবতে
কঠিন আঘাত হবে শুরুতে।
আকাশভেদি রাফাল
গুঁড়িয়ে দিল শত্রুর ষড়যন্ত্রের জাল।
পরাশত্রু এখনো আদিমের আদিম
বোঝেনি কখনো নারীর শক্তি যে অসীম।
নারীকে রাখতে চায় পর্দার আড়ালে
বুঝবে কবে দ্বিগুণ শক্তি পাবে পাশে দাঁড়ালে ?
ত্রিভুবনে তুমি দশভূজা রূপে
দামিনীর মতো প্রহরে সেল বিঁধেছে শত্রুর প্রান দ্বীপে।
জলে- স্থলে – আকাশে দেখেছে বিশ্ব
অনেকাস্ত্রাধারিনী মাতা তুমি যে সকলের শীর্ষ।