কবিতায় তাপস মাইতি

নতুন দ্বীপ
কড়া নজরদারি পেরোতে হচ্ছে
সামনে অসংখ্য বাঁক
কুটিল বাতাস ঘাগরার গন্ধ খুঁজছে
ঘুঙুরের শব্দ নিয়ে মেঘের পিঠে
তাল ঠুকছে বজ্র
তারপর নৃত্য জুড়েছে বৃষ্টি
গতিহারা সমস্ত সাগর
ঢেউর ভেতর স্রোতের গান ঝরাচ্ছে
নৌকোর পাটাতনে মৃদঙ্গ বাজাচ্ছে ঢেউ
তবু রাতেই পৌঁছোতে হবে
জোনাকির আলো নিরীক্ষণ করে
নতুন দ্বীপে।