কবিতায় তপন মন্ডল

নিজস্বী
পাগল করেছে নিজস্বীর নেশা যুবক সম্প্রদায় কে,
দামাল ছেলের চঞ্চল মনের দখল নিল সেল রে।
আনন্দ ধারায় আপন জীবন বন্দী করে ঘর কোন,
পড়ালেখা ছেড়ে বুদ্ধিমত্তা কেড়ে নিঃসঙ্গ করেছে মন।
নিঃস্বার্থ দানের নামে প্রচারের বাসনায় ফটোস্ট্যাট,
হাসিমুখে দিচ্ছে দীন পণ্য নিচ্ছে, কাটিবে কি মনজট?
নিজস্বীতে শুধু ধনীর জীবন কাহিনীর চাল-চিত্র,
বস্তির ঘরের দৈন্যের মনের খবর রাখে ধনী মিত্র?
জীবন বৃত্তের স্বল্প পরিসরে মানবিক হব ভাই,
দৈন্যদশা তুলে ধরে ভেদ ভূলে সর্ব প্রেমি হব তাই।