কবিতায় তপন মন্ডল

ভঙ্গুর
শতাব্দীর সমাপ্তি!
আর কিছু সময়ের অপেক্ষা,
তারই সীমানায় ভঙ্গুর হৃদয়ে দাঁড়ায়ে।
অশ্রুসিক্ত চোখে তাকিয়ে—,
তাসের ঘর সম দোদুল্যমান জাতি, সমাজ, রাষ্ট্র।
শতাব্দীর শবদেহের ভস্মীভূতে
নতুন রূপরেখা পাওয়ার অপেক্ষায়!
একটি দিনের মৃত্যু হল।
তারপর আরোও দিন যেতে থাকলো।
বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থান কত কিছু—,
সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধেও এমন ঘটনা ঘটেছিল।
বজ্রের ন্যায় শক্তি আজ বিলীন।
বলবুদ্ধিরা বিনাশের পথে অজান্তে ধাবিত।
সাদাকে কালো করার প্রয়াসে সদাচিত্তে—,
সফলতায় রব ওঠে উল্লাসের।
আর ব্যর্থতায় মুখমণ্ডল পাংশু!
কল্পতরু বৃক্ষের ন্যায় উচ্চাকাঙ্ক্ষীরা নিত্যদিন
ছড়াচ্ছে দুর্নীতির ঠেস মূল।
আদিম কালের মত নারীর আজও নিরাপত্তাহীন।
ভঙ্গুর বিশৃঙ্খল এ সমাজে ধর্ষণের নানা রূপভেদ।
বৃহৎকায় অট্টালিকায় একাকী পৌঢ়ের অবসাদ দিনযাপন—,
নবরা দু ‘চোখের স্বপ্ন নিয়ে আশার প্রহর গোনে।
নতুন শতাব্দীতে হয়তো ফিরবে শৃঙ্খলাবদ্ধ,
স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, শুদ্ধ মানবতাবাদী,
ঐকান্তিক মনুষ্য মেলবন্ধন।
ভঙ্গুরতার আশ্রয় হবে
গভীর হিমবাহ গর্ভের ছোট্ট গহীন অন্ধ কক্ষে।