কবিতায় তাপস মাইতি

শিখি নদীর কাছে
নদীর কাছে লেখাপড়া শিখি
কীভাবে বাতাস দিয়ে সে ঢেউ বোনে
শিখি কীভাবে অনেক মাটি নিয়ে
তার স্রোত গভীর অতলে তৈরি করে
একটি জাগতিক চর
ঘুমোয়ও তো নদী, তখন কীভাবে
তার প্রতিটি জলের কণা পায় ভাটার নিদ্রা
লিখি খাতায়, তার ঘূর্ণিতে ডুবে
কত মানুষ ফিরে পায় প্রাণ
ঝড় উঠলে যেভাবে এই নদী নৌকাকে রেহাই দেয়
পড়ে শিখি তার গুনাগুন
সাঁকো তৈরি করে মানব বন্ধনে নদীর তীর
নিজেকে উজাড় করে, শিখি।